অনাবাদি জমিতে খাল কেটে বানের জোয়ার তোলা,
কৃষক-বধূর সোনার ফসলে আবার ভরেছে গোলা।
হে জিয়াউর রহমান, এমন সোনার মানুষ সোনার দেশে বলো পাব কই,
তুমি আসবে আবার হাসবে, সেই ভরসায় আমরা জেগে রই।
তোমার হাতে জেগেছিলো জনতার সেই ডাক,
মাটির মানুষ পেয়েছিলো নিজের জীবনের ফাঁক।
তোমার নামেই সাহস পায়, দুর্ভিক্ষে ভাঙা মন,
তুমি যেনো প্রভাতের আলো, চিরজাগা অনুপ্রেরণ।
ঝড়ের রাতে পথ হারানো নাবিকের বাতি তুমি,
অন্ধকারে আলো হয়ে ফিরবে দেশের ভূমি।
জেগে আছে সেই বিশ্বাস, প্রজন্ম ধরে আজ,
বাংলা তোমায় ডাকে এখনো— ভালোবাসার সাজ।
No comments:
Post a Comment