Friday, November 24, 2017

মুক্তির মন্দির সোপান তলে

C
মুক্তির মন্দির সোপান তলে কত
প্রান হল বলি দান, লেখা আছে অশ্রু জলে
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দিশালার ঐ শিকল ভাঙা
তারা কি ফিরিবে আর সু প্রভাতে
কত তরুন অরুন গেছে অস্তাচলে              ।।

যারা সর্গগত তারা এখানো জানে
সর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দিক্ষালোভী
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌনমলিন মুখে জাগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয়লক্ষী দেবে তাদেরি গলে           ।।

No comments:

Post a Comment