Friday, December 16, 2016

মাঝি নাও ছাইড়া দে

D#
মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে
গারে মাঝি গা কোন গান।।

একদিন তোর নাও মাঝি 
ভাসবে নারে নীল নদীর জলে ও মাঝিরে....
সেই দিন তোর গান মাঝি 
শুনবে না কেউ গাইবেনা বলে (২)
ও ---- পারের নৌকা কাইড়া নেবে সুর।।

যন্ত্রের নাও ধোয়া ছাইরা 
করবে আধার নীল আকাশটারে ও মাঝিরে....
সেই দিন তোর নাও মাঝি 
শুন্য হয়ে থাকবেরে পারে ও মাঝিরে....
ও----- চলরে মাঝি যাইরে বহু দুর।।

No comments:

Post a Comment